কলকাতা: সাতগাছিয়া জিএসএফপি বিদ্যালয় এক শিক্ষক এবং এক শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখে হাতবাক স্থানীয় বাসিন্দারা। স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাকে পাঠানো হোক অন্যত্র। এই স্কুল থেকে এমনই দাবি নিয়ে এদিন বুধবার কালনা দু’নম্বর ব্লকের সাতগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একটি মাস পিটিশন জমা দিল স্থানীয় এলাকার গ্রামবাসী ও একই সঙ্গে স্থানীয় স্কুলের অভিভাবকরা।
আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিকিমের সঙ্কলাং সেতু! আটক পর্যটকরা
তাঁদের দাবি গত শুক্রবার স্কুলের মধ্যেই স্কুলের প্রধান শিক্ষক পুলক মন্ডল ও এক দিদিমণি অন্তরঙ্গ মুহূর্তে তারা ধরা পড়েন। ওই দিনই স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ঐ শিক্ষক ও শিক্ষিকাকে পাঠানো হোক অন্যত্র। এমনই দাবি নিয়ে প্রধানের কাছে একটি মাস পিটিশন জমা দেন তাঁরা। এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান হরে কৃষ্ণ মন্ডল বলেন, গ্রামবাসীদের তরফে একটি অভিযোগ পেয়েছ। এটিএসআই এবং বিডিওকের পাঠানো হবে। অভিযোগ ওঠায় ওই প্রধান শিক্ষক জানান, আমি দীর্ঘদিন ধরে ছুটিতে রয়েছি, এ বিষয়ে আমাকে অফিসিয়াল কেউই কিছুই জানায়নি।
দেখুন আরও খবর: